সোহাগ

✍️ কলমে : সুখময় মুড়াসিং 
জানু, তোমাকে এক পলক
দেখব বলে রোজ ঘাটে
আসি,
তোমার প্রতীক্ষায় অধীর তৃষ্ণাত্ব
আমি নিঃস্ব নিস্পলক চাতক
পাখি ।
তুমি গুলবাগিচায় আমি তপ্ত
অরুন কায়ায় পরাগ রেণুর
আশায় ,
তুমি ক্ষীপ্র আমি শ্লথ
তুমি দু'তলায় আমি একতলার
আলসিয়ানায় ।
তোমার হাসির সুর ছন্দে
কৃষ্ণচূড়া আগুন ঝরায়
সানন্দে,
কলির কেষ্ট বিহাগ রাগে
বজায় বাঁশের বাঁশি শুধু
বৃন্দে।
নিশীথে ফোঁটা পাপড়ি গুলি
ছিঁড়ে ফেলি বাসি হবার
আগে ,
তপ্ত অরুণে ধরিত্রীর বুকে
শুকিয়ে পড়ুক কলঙ্কিনী হবার
আগে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ