সম্পাদকীয়


সম্পাদকীয়..............✍️

অনেকসময় কবিতা নিয়ে আমাদের মনে নানান প্রশ্ন উঁকি মারে। আদোও কবিতা কী? কবিতা কেন লেখা? কবিতার সঠিক সংজ্ঞা কী? 
'কবিতা' সাহিত্যের আদি ও প্রাচীনতম শাখা। সকল ভাষারই প্রাচীন নিদর্শন হল 'কবিতা'। যিনি কবিতা লেখেন, তিনিই কবি।
কবিতার ব্যাপকতার জন্যে আজ পর্যন্ত একে সুনির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় নি। একেকজন একেকভাবে কবিতার সংজ্ঞা দিয়েছেন। জীবনানন্দের কাছে কবিতা ছিল অনেকরকম। বুদ্ধদেব বসু মনে করতেন,' কবিতা সম্বন্ধে 'বোঝা' কথাটাই অপ্রসঙ্গিক। কবিতা আমরা বুঝিনা, কবিতা আমরা অনুভব করি। 'শামসুর রাহমানের মতে, 'কবিতা আসলে বোধের ব্যাপার। একে সংজ্ঞা দিয়ে বোঝানো মুশকিল।' কবিতা বোঝার জিনিস নয়, অনুভবের, উপলব্ধির জিনিস'বলেছেন হুমায়ুন আজাদ। আবু হাসান শাহরিয়ারের মতে, 'একেকজন কবির কাছে কবিতার অর্থ একেকরকম। আর আমি মনে করি কবিতা মানে মনের খোরাক। সেটা রোমান্টিক হতে পারে কিংবা বিদ্রোহী! 
বৃষ্টির শুভেচ্ছায়...
গৌরাঙ্গ সরকার, সম্পাদক(নবোন্মেষ)
শিবশংকর দেবনাথ, সহসম্পাদক(নবোন্মেষ)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ