দীপক রঞ্জন কর
দূর গগনে রঙ ছড়িয়ে
সাত রঙে রয় জড়িয়ে,
পাহাড় নদী সব ছাড়িয়ে
আছে মস্ত স্থির দাঁড়িয়ে।
পড়ে শোভা বেশ গড়িয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে,
দিলো গগন হাত বাড়িয়ে
দেখে হৃদয় যায় হারিয়ে।
পূব দিগন্তে গগন প'ড়ে
রঙের ছটা বিরাজ করে ,
দেখি অপলক দৃষ্টি ভরে
ছায়া ভাসে নীল সাগরে।
বৃষ্টি কণায় ছবি আঁকা
গগন মাঝে ধনুক বাঁকা,
প্রকৃতির এ মোহিত রূপ
রামধনু ঐ বেশ অপরূ।
0 মন্তব্যসমূহ