পৌষপার্বণ


      ✍️মন্দিরা ভারতী

বছর পরে আবার এলো
   পিঠেপুলির স্বাদ,
পৌষপার্বনের আনন্দে সবাই
     হয়েছে উন্মাদ।
হাড়কাপানো শীতের ভোরে
এলো স্নানের পালা,
বন্ধুরা সব আয়রে তোরা
আয়রে আগুন জ্বালা।
বাড়ি ফিরে খাবো সবে
নানারকম পিঠে,
সঙ্গে পাবো সুস্বাদু
নলেনগুড় মিঠে মিঠে।
নতুন নতুন পোষাক পরে 
যাবো সাঁঝের মেলা,
চলরে তোরা তাড়াতাড়ি
বয়ে যাচ্ছে বেলা।
সংক্রান্তি শেষে পৌষের হাওয়া
এবারের মতো নিলো বিদায়,
আসবে ফিরে বছর পরে
রইলো মন এই অপেক্ষায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ