✍️আক্তার হোসেন
যদি কোনো দিন হারিয়ে যাই
যদি কোনো দিন হারিয়ে যাই
স্রোতের সাথে মিশে,
আমায় তুমি খুঁজতে যেও
সাগর বুকে এসে।
সাগরেরই অথৈ জলে
খুঁজে যদি পাও,
আমায় তুমি নিয়ে যেও
তোমার ছোট্ট গাঁও।
সে দিন আমায় চিনতে যদি
তোমার কষ্ট হয়,
নতুন প্রেমে করে নিও
আমার পরিচয়।
যদি সে দিন চিনতে তোমার
না হয় কোনো ত্রুটি,
বুঝে নিও ভালোবাসাটা
ছিলো অনেক খাঁটি।
0 মন্তব্যসমূহ