🖋শাশ্বতী দেব
তুমি গর্ব মহাবিশ্বের,
ঐশ্বরিক শক্তি নিয়ে জন্মেছিলে তুমি।
তোমার প্রতিভা প্রসারিত সারা বিশ্বে ,
বিশ্বের দরবারে হয়ে প্রতিষ্ঠিত করলে মুখ উজ্জ্বল পুরো বিশ্বের।
কলকাতা ও প্যারিসের মাঝে নেই তোমার শুধু চরাচর ,
অর্থনীতির সফলতা তোমায় এনে দাঁড় করাল বিশ্বের দরবারে।
বিনায়ক তুমি মূর্ত লাভ করলে নিজেই নিজের খ্যাতি,
মায়ের স্নেহ আর দেশবাসীর কল্যাণ কামনায় বিরাজ করবে তুমি অভিজিত ।
0 মন্তব্যসমূহ