🖋মনচলি চক্রবর্তী
হাসি আনন্দের মাঝে কেটে যেতো বেলা
ছিল একসাথে মিলে মিশে খেলা।
আজ আর ফিরে আসবেনা সেই সুন্দর শৈশব
কিভাবে কেটেগেল যেন দিন সেইসব।
মা বাবা কাকা দাদু পিসিদের সাথে ঘুরাঘুরি করা
জানলায় উকিমেরে লোকেদের ডাকাডাকি করা।
পড়া আর ব্যাস্ত জীবন থেকে আজ নিতে চাই আমি ছুটি
ফিরেযেতে চাই সেই শৈশবে আরেকটি বার পায়ে গুটিগুটি।
0 মন্তব্যসমূহ