✍️পান্থ দাস, হাঁপানিয়া, ত্রিপুরা
অভয় আজ বেরাতে যাবার জন্য তৈরি হয়েছে ৷ সপ্তাহের একমাত্র ছুটির দিন রবিবারটাকে সে এইভাবেই ছাড়তে চাইছেনা ৷ ৮ বছর বয়স্ক অভয় ত্রিপুরার সবচেয়ে বড় অভয়ারণ্য সিপাহীজলায় তাঁর দাদা, দিদির সাথে যাবে বলে বায়না ধরেছে ৷ ছোট্ট অভয় এখনই রোমাঞ্চ প্রিয়, সে ঘুরতে যাওয়া খুব পছন্দ করে ৷ তবে তাঁর বাবা-মায়ের অফিস থাকে বলে যাওয়া আর হয়না অভয়ের ৷
তবে এবার তাঁর যেতেই হবে, যেভাবেই হোক না কেন ৷ সিপাহীজলা অভয়ারণ্য ত্রিপুরার প্রধান এবং বৃহৎ অভয়ারণ্য ৷ ভারতবর্ষের উওর-পূর্ব অংশে ছোট্ট পাহাড়ি ও সবুজ ত্রিপুরা রাজ্য অবস্থিত ৷ প্রায় ১৯ স্কয়ার কিলোমিটার বিশাল এলাকা নিয়ে ছেয়ে আছে এই অভয়ারণ্যটি ৷ নানা প্রজাতির পশু, নানা প্রজাতির প্রায় ১৫০টি পাখি, বিভিন্ন রকমারী গাছালি ও নানান অতি মূল্যবান ঔষধি গাছ, কাঠ রয়েছে এই অভয়ারণ্যে ৷ তার মধ্যে সমগ্র উওর পূর্বাঞ্চল জুড়ে বিশেষত চশমা বানর একমাত্র ত্রিপুরার সিপাহীজলায় পরিলক্ষিত হয় ৷ রয়েছে হাতী, চিতা বাঘ, হরিণ, ৫ প্রজাতির পাহাড়ি লেঙ্গুর, বাঘ, সিংহ, অজগর, জলহস্তী, ধনেশ, শারস, মাছরাঙা, টিয়া সমেত আরো অনেক অনেক বন্য প্রাণী ৷ শাল, আগর, সেগুন, গামাই, গর্জন, বট, করই, নীম, নানা প্রজাতির বাঁশ প্রভৃতি এই অভয়ারণ্যকে আরো আলোকিত করে রেখেছে ৷ বাঁশ এখানকার একটি অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ ৷
অমৃত সাগর নামে এক অনন্য লেইক রয়েছে এই সুবিশাল অভয়ারণ্যে ৷ তাতে নৌবিহারের ব্যবস্থাও উপলব্ধ রয়েছে ৷ ঋতু অনুসারে বিভিন্ন দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভ্রমণ প্রিয় পর্যটকদের আগমন ঘটে থাকে অভয়ারন্যটিতে ৷ ঋতু অনুসারে পৃথিবীর দূর-দুরন্ত থেকে শত শত পরিযায়ি পাখির সমাগম ঘটে অমৃত সাগরের লেইকে ৷
মজার বিষয় হলো এই অভয়ারণ্য সারা বছরই সবুজে পরিপূর্ণ থাকে ৷ সারা বছরে এক বারও প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাঘাত সৃষ্টি হয় না এই সিপাহীজলা অভয়ারণ্যের ৷
অভয়ের বাবার কাছ থেকে এইসব তথ্য পাবার পর তাঁর কৌতুহল যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল ৷ তাই তার সিপাহীজলা অভয়ারণ্যে যাওয়ার তাগিদ আরো বৃদ্ধি পেয়ে গেল ৷ সিপাহীজলাকে যেন অভয় নিজেরই বানিয়ে নিল মনে মনে ৷ পরদিনই অভয়ের মনের পরিতৃপ্তি ঘটলো ৷ দাদা-দিদির সাথে সকালেই বেরিয়ে পরলো ভ্রমণ পিপাসু অভয় এবং সম্পূর্ণ অভয়ারণ্য নিজ চোখে চাক্ষুষ করে তৃপ্তি পেলো ছোট্ট অভয় ৷
0 মন্তব্যসমূহ