বাঙালি আজ মও হয়েছে,
পিঠে পুলির উৎসবে।
পৌষ মাসকে বিদায় জানাই,
হেসে খেলে সবে।
চারিদিকে আজ বাদ্যযন্ত্র ডিজে বক্সের মেলা,
হাসি আনন্দ উল্লাসেতে কাঁটবে সারাবেলা।
তেরো পার্বণের একটি পার্বণ-
পিঠে পুলির দিন।
হাসি আনন্দ পিকনিকেতে,
সকল বাঙ্গালী স্বাধীন।
রাত জেগে সেই হাসি আনন্দ পিকনিকেতে মেতে,
পৌষ পার্বণের দিনটি সবার কাটে আনন্দেতে।
মায়েরা থাকেন রান্নাঘরে পিঠে পুলি নিয়ে,
সেই পিঠেপুলি খাওয়ান তারা মোদের পেট পুড়িয়ে।
ছেলেরা থাকেন পিকনিকেতে বন্ধুদের সাথে,
কত মজাই করেন তারা সেই পৌষ পার্বণের রাতে,
মাংস পোলাও বিরিয়ানি সব কত রকমারি খাবার,
পৌষ পার্বণ আসুক ফিরে বাঙালির ঘরে আবার।
প্রত্যেক বছর ঘুরেফিরে এই দিনটি এলে,
সকলে মোরা একসাথে হই সব ঝগড়া বিবাদ ভুলে।
0 মন্তব্যসমূহ