✍️রাহুল দেবনাথ
আমি যদি ভাই হতে পারতাম
সতেন্দ্রনাথের ছন্দ।
এই বিষাদে আমার জীবন
আর হতো নাকো মন্দ।
ছুটে বেড়ায় তাম কবিতা রাজ্যে
কখন আমি মাল্লা হয়ে।
কখনো আবার বিরহে বাঁচিতাম
যক্ষের নিবেদনের যক্ষ হয়ে।
ছন্দে ছন্দে কাটিয়ে দিতাম
জীবন আমার মন ভরে।
অমর হয়ে তবু বেঁচে থাকতাম
জীবন নাটের প্রতি মোরে।
0 মন্তব্যসমূহ