স্বপ্ন গুলো অবহেলিত দ্বীপের মধ্যে অপসৃয়মান,,
সভ্যতার ইতিহাসে বিনোদনের বাজারে পোড় খাওয়া মনে চীড় ধরে না ।।
হয়তো আরো অমসৃণ পথেই এগিয়ে যেতে হবে,,
বন্ধুর অবন্ধুর পথে অতিক্রম করতে ক্লান্তি র সাগরের তীরে।।
অপেক্ষারা আজ কানায় কানায় কল্পনার স্মৃতি বহন করে,,
কলমের ঢাকনা খুলে লিখে চলেছি।।
রেকাবে থাকা ডাইরির পাতায় পাতায় লিখে পুরানো বস্তাপচা গুণে ধরা ডাউন মার্কেট স্মৃতি গুলো!
কাগজের উপর কলমের ঠোঁটের আচড়কেটে প্রতি ক্ষিত জন্মানো ভালবাসা কলমে পরিচিতি।।
লিখনি কখনো থাকেনা পরিসমাপ্তি শেষ নেই যাত্রা শুরু,,
জীবন চরিত্রে ক্রন্দনের অভ্যন্তরের আড়ালেই নিখুঁত কালি শেষ হবে কি?
ধারকের ও বাহকের সমৃদ্ধি ইতিহাস রচনায় ,,
প্রতি নিয়ত লড়াই করে কলম অস্তিত্বের প্রমাণ বিলক্ষণ।
0 মন্তব্যসমূহ