✍️অন্তরা ভট্ট
মনের অলিগলি দিয়ে
ধাবমান নিত্য পথিক হয়ে
খুঁজে পায় না তার শেষ ঠিকানা
হেঁটে চলে অবিরত।
কবেকার সেই সব দিনে
কথা দিলে থাকবে সাথে
নিজেই হলে পথ হারা
হাঁটবে আর কত?
পথিক সে তো তুমি
থামবে কবে কে জানি?
বাড়ি মুখো হও তবে
সেথায় হবে সুখী।
পাবো না তার দেখা
কোথায় আর যেতে পারি
মনের গলি সেতো
এবার বন্ধ করে দিতে পারি।।
0 মন্তব্যসমূহ