অপেক্ষা

  ✍️ কলমে --অভিজিৎ চক্রবর্ত্তী

আজ আমার প্রতিভা কারো চোখে ধরা পড়ছে না 
কারণ আমি কোনো তাক লাগানোর মত কাজ করতে পারিনি। 
পারিনি কর্মজীবনে চাকুরী পেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে 
পেরেছি শুধু একবুক শূন্যতা নিয়ে হতাশার পথে হাঁটতে। 
সবাই কথায় কথায় আমাকে জিজ্ঞাসা করে 
আমি কি করি ? আঃ বিশাল বড়ো এক প্রশ্নবোধক ! 
কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করে না আমি কি কি করতে পারি। 
আজ আমি বেঁচে থাকতে সমাজে কোনো দাম নেই 
কারো কাছে চার পয়সার দাম নেই। 
কিন্তু দুই দিন পর মায়া ছেড়ে চলে গেলে 
সবাই আমাকে হ্যারিকেন ধরে খুঁজবে
সবাই আমার না থাকার গুরুত্ব বুঝবে। 
আমার সমালোচকও আমার সুনাম করতে ছাড়বে না। 
বলবে, কি ভালো ছেলে ছিল অমুক
খুব শান্ত স্বভাবের ছিল, পরোপকারী ছিল। 
কেউ বলবে খুব মেধাবী ছিল ছেলেটা 
আবার কেউ বলবে এত প্রতিভা তার অকালে ঝড়ে গেল সে। 
এটাই স্বার্থের দুনিয়া, থাকতে কেউ তোমার মর্ম বুঝবে না। 
মাঝে মাঝে মনে হয় গা ঝেড়ে সব মায়া ফেলে 
দূর গগনচুম্বী পাহাড়ের চূড়ায় একাকীত্বে মগ্ন হই 
কিন্তু সেই সুযোগ আর পেলাম কই। 
কালেরস্রোতে কবে মৃত্যু এসে আমার অস্তিত্বের নিঃশ্চিহ্ন করে দেয় তার ঠিক ঠিকানা নেই , 
বেঁচে আছি শুধু মৃত্যুর অপেক্ষায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ