মহাপুরুষ হতে চাই

   ✍️ পাপিয়া দাস

আমি হতে চাই মহাপুরুষ
নেতাজী,বিবেকানন্দের মতো।
যাঁদের মনে রাখবে  এ পৃথিবীর মানুষ 
আজ নয় কাল নয় -
শত শত বছর ধরে।
আমি হতে চাই 
নেতাজীর মতো আর্দশবান
হতে চাই দেশপ্রেমী,নিষ্ঠাবান।
আমি হতে চাই 
বিবেকানন্দের মতো বিবেকবান
হতে চাই  ভালোবাসার অগ্রদূত আর ধর্ম পরায়ণ।

স্কুলে অনেক গল্প পড়েছি
তাঁদের জন্মদিনে  নাচ গান আবৃত্তি 
কতো রকম অনুষ্ঠান হতো।
কতো চকলেট খেয়েছি ওঁদের অনুষ্ঠানে।
আমি মহাপুরুষ হলে
আমার  জন্মদিনও  সারাবিশ্বে
পালিত হবে 
নাচ গান হবে আর শিশুরা চকলেটও খাবে।
আমি জীবিত অবস্থায় না দেখলেও 
মৃত‍্যুর পরে নিশ্চয়ই  দেখব।
ওপারে বসে বসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ