আনমনা

অসীম দেববর্মা ✍️

শ্যামলা এক ছেলে প্রতিদিন 
       থাকে দাড়িয়ে 
   চৌ - রাস্তার মোড়ে,
তার চঞ্চল চোখের চাউনিতে 
    কাকে যেনো খুঁজে!
নিজেকে একা ভাবে থেকে 
         সবার মাঝে।
কীভাবে আনমনায়,কীনা জানি
  কিছুক্ষণ পর পরই লজ্জায় 
       হাতে মুখ গুঁজে।
প্রখর রোদে কাঁদে সারাদিন 
বর্ষায় হাসি তার মুখে সীমাহীন 
রামধনুর সাতরঙে রাঙায় তার 
           দেহ - মন
আবেগের হাওয়ার পাল তুলে
      মানে না কোনো বাঁধন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ