✍️ চন্দন পাল, ত্রিপুরা
ঝিনুকের কপাটে উঁকি দেয় মুক্তা,
বিনম্র দ্যুতিতে বলে- "ভেঙ্গে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে।"
জলদেবী শুনে কোলে তোলে নেয়, মুক্তা ভরসা পায়।
সুর স্বর রঙ শিখে, শিখে দিক্বিদিকে দ্যুতি ছড়ান।
সরল দ্যুতিতে মুগ্ধ হয় সজ্জন, কাছে টানে।
হাতে হাতে ঘুরে, মুক্তা বড় হয়।
এখন, ছলনা শিখে, শিখে মিথ্যা ঝিলমিলও ।
জলদেবীর চেয়েও বড়-ছোট দেবীর গা বায় ।
হৃদয়হীন! শপথহীন! ভালবাসার গান গায়
"ভেঙে মোর ঘরের চাবি,,,, "।
অকৃতি অদূরদর্শী সারল্য অপচয়ে জলদেবী,,,
গানে বারোয়ারী গন্ধ পায়।
স্বপনে দেখে,
অন্য কোন জলদেবী, মুক্তাকে নিপুণতায়,
ঝিনুকে পুরে ছুঁড়েছিল ফটিকসাগরের জলে,
অন্যকোন জহুরীর ধ্যানে, সঠিক মাজার ভরসায় ।
এক এক বছরে মুক্তা, রঙমঞ্চে দ্যুতি হারায় ।
রবির প্রেমে জগৎ বাঁচে, রবি সুনির্মল।
নদীর প্রেমে জীবন বাঁচে, নদী অনির্মল!
শ্রান্ত জলদেবী টলমলে মুক্তাকে খুঁজে বেরায় ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
0 মন্তব্যসমূহ