রুদ্রাক্ষের বীজমুখে

✍️ সুচিত্রা দাস

শৈশব  আর অভাবকে পকেটে গুঁজে
  সকাল বিকাল  কাগজ কুড়োত
 যে ছেলেটা -
আকাশের টুকরো মেঘ তার  
ক্যানভাসে ধরা দিত কাল্পনিক
  তুলি হাতে
কোন একদিন যৌবনের উপপাদ্য বয়ে আনলো দৃষ্টির গাঢ়ত্ব
অজান্তেই  অনুভবে আবেদনে খুঁজতে লাগল   ক্যানভাসের ব্যাকরণ 
যা ছেলেটিকে প্রতিদিন
 প্রেমাতুর করে তুলতে লাগল।
রঙের  নেশায় মাতাল হতে হতে 
ধনতন্ত্রের নগ্ন দশার স্বরলিপি
 রুদ্রাক্ষের বীজ মুখে দাঁড়িয়ে ছেলেটা
রং- তুলি -ক্যানভাস আনন্দে বয়ে বেড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ