শুনছিস কি হৃদ ভাঙার শব্দ?


                ✍️ অমৃকা মজুমদার 

কাছে থেকেও যায়  না চেনা মানুষ বড়োই খল, 
ব্যবহারেই ধীরে ধীরে চিনি বৃক্ষ তোমার ফল।
কোকিল কণ্ঠে মন ভরিয়ে ছড়াও  তব ডানা,
হৃদ অলিন্দের গোপন কোণে কালো কাকের হানা।
শক্ত মুখোশ পরেছিলে মুখ চেনা ছিল  ভীষণ দায়, 
আসল রূপের ঝলক পেয়ে এখন শুধুই হায় হায়!
দক্ষ অভিনয়ে ঢাকা ছিলে আর কুটিলতায় ঘেরা,
সুজন সেজে মনের ঘরে  আঘাত হানলে সেরা ।
টানা সুখের লোভ দেখিয়ে দিলে লেমিনেশন শুধু,
সবুজ শ্যামল মাঠের নামে দেখালে সাহারা ধূ ধূ।
আঘাতের পর আঘাত এড়িয়ে যাওয়া নয় কি ভার?
সুখের স্বপন দেখিয়ে কত হায়!করলে অপকার ।
ব্যথাতুর মন কাঁদে;শুনছো না বধির!হৃদ ভাঙার শব্দ?
আদর সোহাগ ভালোবাসায়ও হও নি তুমি জব্দ।
নতুন করে সাধ জেগেছিলো আবার বাঁধবো ঘর,
গোপন চুক্তি ছলের সাথে! বিশ্বাস ভেঙে করলে পর!
ঝরে মুকুল দিনে রাতে রাখছো কি তার  খবর!আড়ালে আবডালে দিচ্ছ ফাঁকি ভাঙছো আমার ঘর।
চেনা মানুষ হয় অজানা চোখ ধাঁধিয়ে যায়,
বিদ্ধ করে দিবানিশি  কি যে সুখ পায়!
নিত্য খুঁজি মনের কোণে  তোমার প্রথম দাবি,
প্রশ্ন করি যখন তখন তুই কবে আর আমার হবি?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ