✍️ সুবর্ণা চক্রবর্তী
বৃষ্টিভেজা স্নিগ্ধ সকালে
পাখিদের কলতানে
বারতা দিচ্ছে এক নবদিনমানের।।
সুখের পসরায় সেজে উঠেছে
মনময়ূরীর হৃদয় গহীনে
আনন্দ গান আর সুরতানের ।।
মৃদুমন্দ সুরের দোলায়
বরষার প্রেমের সতেজ ছোঁয়ায়
পাল তুলেছে জীবন তরী ।।
উদাত্ত কন্ঠে আহ্বান জানায়
অঙ্গীকারে আবদ্ধ হতে
নিশ্চুপে জাগে অপেক্ষার বারি ।।
ছন্দে ছন্দে তালে তালে
পাল তোলা নৌকা
শুধায় বারেবারে।।
ধরা দিক একবার
শ্রাবণের বারিধারা
তৃষিত হৃদয়ের অন্তরে।।
0 মন্তব্যসমূহ