যদি বলি ভালোবাসি


                    ✍️অনুপ দেবনাথ 

যদি বলি ভালোবাসি 
তোমার কাজল কালো চোখ। 
যদি বলি ভালোবাসি 
তোমার আলতো হাসি মুখ।
যদি বলি ভালোবাসি 
তোমার দেওয়া সমস্ত দুঃখ শোক।
যদি বলি ভালোবাসি 
তোমার নিয়ে ভাবা স্বপ্ন আর প্রেমের অসুখ। 
যদি বলি ভালোবাসি 
তোমার বলা কথা, আর না বলাও।
যদি বলি ভালোবাসি
তোমার না বলা প্রেম আর প্রেমেপিপাসা ও।
যদি বলি ভালোবাসি 
তোমার ভেতরের তুমি তোমার সর্বাঙ্গ ও।
যদি বলি ভালোবাসি 
ভালোবাসবে তো...?

     
      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ