স্বাধীনতা


                   ✍️তপন মাইতি

স্বাধীনতা অবশ্যই পাওয়া যাবে 
যদি না 
আমরা আমাদের পাপ্য অধিকার 
থেকে বঞ্চিত না হই 
প্রত্যেকের তার হাতে সাড়ে তিন হাত পেলেই যথেষ্ট
তবু পৃথিবীতে কেউ নিজের জন্য 
একদম একা বাঁচতেই পারে না 
অথচ সবেতে শুনি 
'একা এসেছিস একাই চলে যেতেই হবে 
এত মায়া বাড়িয়ে লাভটা কি?
ধৈর্য ধর
অপেক্ষা কর 
জানো না সবুরে মিঁয়া ফলে 
তোমার ঠিক যা যা দরকার 
যা যা প্রাপ্য 
সবই তা পাবে 
রাজতন্ত্র গিয়ে গণতন্ত্র সার্বভৌম প্রজাতন্ত্র এল 
অথচ পঁচাত্তর বছর পর স্বাধীন দেশে বসে 
আর কতদিন হা স্বাধীনতা হা স্বাধীনতা করবে?
কবে আমরা স্বাধীনতার মত স্বাধীনতা পাব?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ