অনুশোচনা


                     ✍️অধীর কুমার রায।

আমি সেই হিমাংশু ,
যে কুড়ি বছর আগে তোমাকে নামিয়েছিল
নালার পঁচা গলা জলে পানা পুকুরে ।
তুমি কাঁদতে কাঁদতে সেই নালায় নেমে
ভালোবেসে ফেললে কচুরিপানার ফুল।
তারপর ধবল বকের ডানায় দুজনায়
দিগন্ত রেখা ধরে কত উড়েছি নীল নীলিমায়।
দেখিনি সম্পর্কে চির, ছাতা হয়নি ফুটো,
চোখে পড়েনি ভূমিকম্পের চোরা ফাটল।
শুধু ভাবনারা ঘুম থেকে জেগে 
বিবেকের আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়ে
প্রশ্ন করেছে বারংবার ,
"সেদিন তুমি ঠিক করেছিলে?"
এই প্রশ্নের উত্তরে ক্ষমা চাওয়া ছাড়া
আর একটাই পথ খোলা আছে নীলাঞ্জনা,
আন্দামানের সেলুলার জেলের লোহার গারদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ