✍️সুজাতা পাল।
শৈশব কেনো ডাকেনা আমার আর
সুখস্মৃতির বাহুডোরে
অতীতের সেই উজ্জ্বল মুহুর্তগুলো
আস্বাদন করতাম প্রাণ ভরে।
শৈশব কেনো ডাকেনা আর আমায়
স্মৃতির ঝাঁপি খুলে
চির মধুর দিনগুলো ভাই
পাবো কি কোনো যাদুবলে?
শৈশব এখন বেদনার নাম
পীড়া দেয় অন্তরে,
জীবন সায়াহ্নে এসে তাই
বাঁচতে চাই আরও একবার শৈশবকে ঘিরে।
0 মন্তব্যসমূহ