✍️সুস্মিতা দেবনাথ
জীবন মানে বেঁচে থাকা
সমান সুখ দুঃখ।
জীবন মানে হাজার চিন্তা
এচিভমেন্ট আর গোল।
জীবন মানে বাঁচার আশায় একটু একটু করে মরে যাওয়া।
জীবন মানে সঠিক ভুলের প্রতিযোগিতায় নিজেকে ডুবিয়ে রাখা।
জীবন মানে সবকিছু হারিয়ে আবার নতুন করে শুরু করা।।
জীবন মানে একলা লড়াই তবে থাকবে পাশে সবাই।
জীবন মানে চলার পথে পরীক্ষার পর পরীক্ষা।।
জীবন সুন্দর তখন তোমার, যখন তুমি জানো সবটা।
জীবন মানে জানতে হবে শিখতে হবে শিখার নাই শেষ।
জীবন মানে কয়েকটা ডিগ্রীর সার্টিফিকেট এ না।
আমার কাছে আসল জীবন সন্মান সহিত সুন্দর করে বাঁচা।।
0 মন্তব্যসমূহ