✍️ বিশ্বজিৎ মানিক
স্বাধীনতাকে প্রশ্ন করা হয়েছিল--
স্বাধীনতা তুমি কেমন আছ?
স্বাধীনতা উত্তরে বলেছিল,
আমার দিবসে আমি খুব ভালোই থাকি
কিছু সুখী মানুষের নাচে গানে,ভাষণে উপাচারে,
বিজলি পটকা আর মাইকে ধ্বনিত শ্লোগানে
মুখরিত গ্রামে গঞ্জে,শহরে বন্দরে বর্ণাঢ্য শোভাযাত্রায়।
বাকী দিনগুলোতে কেমন আছি তাও বলব
কিন্তু,রাগ করবে না তো!
শোন তাহলে--
যাঁদের আত্মবলিদানে তোমরা আমাকে এনেছ
তাঁদের বাঞ্ছিত লক্ষ্য আজও করোনি পূরণ ।
তোমরা কথায় কাজে একমন হতে নির্ভীক নও
বরং আইন সংহিতার গণতন্ত্রকে অনেকের নিরাশ্রয়ে
কালসিটে ক্ষত করে রেখেছ মলাটের বাইরে ।
আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে
আড়ালে রেখেছ অসাম্য উন্মার্গ প্রতিহিংসার মরণব্যাধি।
উন্নত করো তোমাদের নির্মম মনুষত্ব,
তোমরা কালজ্ঞ হলে সেরে উঠবে আমার মরণ ব্যাধি
আমাকে ভালো রাখলে তোমরাও থাকবে ভালো॥
0 মন্তব্যসমূহ