✍️রেহানা বেগম হেনা
কতো দিন কতো কতো রাত
গেছে বয়ে
কতো যে বছর আমার গেছে হারিয়ে,
শুধু তোমার,
শুধু তোমারই কথা ভেবে ভেবে।
ভাবনার স্রোতের সঙ্গে সময় নিয়েছো কেড়ে।
তুমি এসেছিলে জীবনে আমার
কোনও এক গোধূলি বেলায়,
প্রেমের কবিতার পঙক্তি হয়ে
তারপর...
পঙক্তির পর পঙক্তি শব্দের মিছিলে ছন্দ তুলে তুলে
ঢেউয়ের পর ঢেউ তুলেছ
আমার নিভৃত মনে, নির্জনে গোপনে।
কতো শত আলাপনে।
সেই ঢেউয়ের রেশ ধরে
ছন্দে ছন্দে সুরে সুরে
এখনও রয়ে গেছো তুমি
তবে, তবে তা ভোরের স্বপ্ন হয়ে।
তুমিই আমার প্রেরণা -
অজস্র কবিতা লেখার,
তুমিই আমার জীবনের সুখ-
আমার দুঃখ ব্যথা যন্ত্রণা,
আমার জীবনের দুপুরবেলার নীরবতা।
আমার শ্বাস প্রশ্বাসের বরতা।
এখনও কতো দিন কতো রাত কেটে যায়
শুধু তোমার কথা ভেবে ভেবে,
তুমি রোজ এসো একবার আমার ভোরের স্বপ্ন হয়ে।
0 মন্তব্যসমূহ