অভিযোগহীন


                ✍️গোপা রায়।

এখনো চোখের পাতা সমান্তরাল থেকে সরলরেখায় এলে...
 দীর্ঘ প্রতীক্ষা শেষে জন্মান্তরের প্রেমিক হয়ে সামনে দাঁড়াও,

 সেই পথ ধরে প্রবল ইচ্ছায় আলোর সন্ধানে বেরিয়ে আসতে চাইলে...
 বাড়িয়ে দাও হাত চোরাবালিতে ডুবে যাওয়া  দৃশ্যমান আঙ্গুলগুলো ধরবে বলে,

হয়তো  কোন এক মায়ায় আচ্ছন্ন রাত বসে থাকে এ প্রান্তে সামান্য আলোর আশায়...

অধিকারের গন্ডিতে থাকা অরণ্য... 
মৃত্তিকার উপর চাহিদা রাখেনা কিছুই,
 এক্ষেত্রে অযাচিত হয় বহির্ভূত চাওয়া ভিখিরীর মত।

জন্মান্তরের ক্ষুধা নিয়ে বসে থাকলে সময়ের দরজায়,
সে শূন্য হাতে ফেরায়নি কোনদিন।

রাজার মতো উপুর করা ভান্ডারে উপচে পরে তার ঝুলি,

আর অভিযোগহীন হয়ে বিনিদ্র রাত কাটায় এ মন।
            

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ