✍️ অন্তরা ভট্ট
যা কিছুই চেষ্টা করি না কেন
বার বার মুছে ফেলার
তা আবারো ঝাপসা হয়ে ফুটে উঠে
কালো ফলকে।
খনিকের জন্য চোখের কোণ জলসে উঠে
ভরাডুবি হতে থাকে কিছু সময়।
মনের গহীনে জেগে উঠে বিশেষ আলাপ।
খুঁজে বেড়াই কিছু শান্ত সময়ের
নিজের সাথে কথা বলার।
হয়তো নাও পেতে পারি সেই মুহূর্ত
নেই তো মানা ভাবার।
0 মন্তব্যসমূহ