নির্জন দ্বীপ


           
                   ✍️শুভ্রা দেব

হালকা বাতাস....... 
এলোমেলো চুল, 
ইশারায়  অদ্ভুত শিহরণ;


নিশ্বাসে নামে ঢেউ
কূল ভাঙে, কূল গড়ে; 
 

এপার ওপার বসতি নদীর
অবিচ্ছেদ্য হৃদপিণ্ডে
আঁচড় কাটে......
নির্জন দ্বীপে রাতপাখির গোপন অভিসার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ