মানুষ খুঁজে ফিরি"


         
            ✍️দীপক রঞ্জন কর।
মানুষ খুঁজে ফিরি আমি
হাজার মানুষের ভিড়ে, 
মানুষের ভিড়ে রয়েছে অ-মানুষ
মানুষ চিনবো কি করে ?

জন্তু জানোয়ার সহজে চিনি
মানুষ চেনা কষ্ট ভারী,
মানুষ চেহারায় অ-মানুষ রয়েছে
মানুষেরই মুখোশধারী।

শত্রুকে আমি করি না ভয়
শত্রুর মুকাবেলা করতে যাই,
বন্ধুর বেশে শত্রু যারা
তাদের এড়িয়ে চলতে চাই।

মানুষ সর্বদা মানুষের জন্য
সাহিত্যে জ্ঞানী গুণীদের কথা,
মানুষ হতে অমানুষের আচরণে
তখনই পাই চরম ব্যথা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ