সত্যের পাঠ


                   
              ✍️সঙ্গীতা গুপ্ত

বাল্যশিক্ষায় পেলাম সত্যের পাঠ,
সত্যের অনুসরণে অতিক্রান্ত অনেকটা পথ,
সত্যের পথে একাকী পথিক আমি,
নিভৃতে সত্যের মুখোমুখি এসে বসি,
প্রশ্ন জাগে কতকাল হতে হবে মিথ্যার সম্মুখীন।
সত্য এক আশ্চর্য আনন্দময় অনুভূতি
নিয়ে যায় অচেনা এক পৃথিবীতে,
চোখ মেলে দেখি আকাশ,সূর্য,তারার আলোক সব সত্যি,
চারপাশে শুধু কিছু অনুভূতিহীন মুখোশধারী।
চাওয়া পাওয়ার হিসেবে গরমিল,
তবু সত্যই বেঁচে থাকার প্রকৃত রসদ,
সত্যের মুখোমুখি আমি
এখানে ই পরম তৃপ্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ