মৃত্যু

           
           ✍️ সুস্মিতা সরকার

মৃত্যু, সে যে এসে গেছে আমার চৌকাঠে
আজ বহুবছর পর যে সাজব নতুন কাপড়,আলতা সিঁদুরে ।
লাগবে নতুন বৌ যে আমায় 
কাঁদবে ছেলে মেয়ে স্বামি আরাল করে মুখখানি ।
গর্বে যে আজ বুকফাটা 
সকলে আজ আসছে যে দেখতে আমায় ।
নাইকো প্রান এই দেহে   
ভাগ্যলক্ষী বলে কত লোক দিচ্ছে যে উপাধি । 
রাস্তায় আজ ভীড় করছে
নাম যে শুধু হরি ।
হরির নামে শেষ বিদায়ে 
দিচ্ছি আজ মহাশূন্যে পারি ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ