ভালোবাসা



   
              ✍️সাগরিকা মজুমদার। 

তোমার হাতটা না ধরলে ,
হয়তো জানতাম না ভালোবাসা কি...
তোমার চোখে চোখ না রাখলে,
হয়তো বুঝতাম না ভালোবাসা কি...
তোমায় সামনে থেকে না দেখলে, 
হয়তো অনুভব করতাম না ভালোবাসা কি...
আসলে তোমার মনে মন রেখেছিলাম বলে
আমার নতুন অধ্যায়টি সুন্দর ছিল। 

ভয়ে রাস্তা পার হতে পারিনি, 
তুমিই তো পার করে দিয়েছিলে;
তুমি আমার সাহস, তুমি আমার ভয়—
হারিয়ে যাবে না তো কখনো? 

তুমি আমার অন্ধের যষ্টি,
তুমি ছাড়া কি আমি থাকিতে পারি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ