পাগলী


             

                  ✍️বিজয়া শর্মা

চোখ করে জল জল,
হেসেই চলে খল খল।
বললে পাগলী কয় না কথা,
বুঝে ঠিকিই মনের ব্যথা।
কে জানে কি সুখ পায়,
ধুলি মেখে নিজ গায়।
রূপে ভরা যৌবন তার,
পাগলী বলার সাধ্য কার?
ঘুরে বেড়ায় পথে হাটে,
আলো করে রূপের ঘাটে।
সুখে দুঃখে কেবল হাসি,
কেউ বলেনা ভালো বাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ