✍️সুপর্ণা মজুমদার রায়
যুগের পর যুগাম্তর সারি বেঁধে চলে যায়,
যুদ্ধ কথাটি সজীব রয়ে যায়।
কতো নামে কতো যুদ্ধ!
যুদ্ধ তো যুদ্ধই বটে।
শরীরের সাথে শরীরের যুদ্ধ,
মনের সাথে মনের যুদ্ধ,
রাজার সাথে রাজার যুদ্ধ,
শূদ্র জাগরণের যুদ্ধ,
দেশের মাটি ভাগের যুদ্ধ, জল ভাগের যুদ্ধ,
মুক্তির যুদ্ধ, ভাষার যুদ্ধ।
ছাওনির ঘরে জীবন যুদ্ধ।
ধর্মের সাথে অধর্মের যুদ্ধ
ভালোর সাথে মন্দের যুদ্ধ।
ভালোবাসাকে শেষ বিন্দু দিয়ে জিইয়ে রাখার অদম্য প্রচেষ্টা,
সেও এক চরম মতদ্বৈধতার যুদ্ধ।
সুখতলা খুঁয়ে নিজের ছায়ার সাথে যুদ্ধ।
যুগের পর যুগ যুদ্ধের সাক্ষী হয়ে বেঁচে থাকে তার ক্ষত চিহ্ন আর বিষন্নতা।
যুদ্ধ কখনো অবসরে যায় না।
মৃত্যুঞ্জয়ী যুদ্ধের কোনো মৃত্যু নেই।
" যুদ্ধ নয়,শান্তি চাই ", প্রতিটি যুদ্ধের অবসানে স্লোগানটা এক গালভরা মিথ্যা বিলাপের দুন্দুভি ।
0 মন্তব্যসমূহ