সুমলি


                 ✍️চন্দন পাল

সুমলি তোমার মিষ্টি নাম,  দামড়া পাহাড়ে খুললে চোখ, 
বড়মুড়া কোলে লম্ফ ঝম্প,  ত্রিপুরা তটিনীর কনিষ্ঠা মুখ।

'তুইসামা' জোরে ঋতুর শোভা,  ফুলে ফলে ভোঁমরা বাহার!
শিস্ দিয়ে যায় ডাহুক টিয়া,  'বড়কাঁঠাল' জোরে মাছের সাঁতার। 

ছিপ, আন্তায় খোকন ঘুরে,  তিতির ডাকে টিট্টির টি,
আকাশ ফুঁড়ে ছোঁ মেরে যায়  তোমার জলে মাছরাঙাটি।

মোহনপুরে মিহি মাটির শোভা, সোনার ফসল দু'পারে দুলে,
বিদেশ গিয়ে মিষ্টি সুমলি,  সোনাই নামে তিতাসে মিশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ