✍️জনার্দন
একটা অন্তবিহীন পথ,
যে পথ খুঁজে বেড়ায় ;
সহস্র আলোকবর্ষের মায়ারেখা।
আমি শুধু কিনারা খুঁজে যাই।
অথৈ জল;
হাবুডুবু খাচ্ছে গেরুয়া সন্ন্যাসীরা।
চারদিকে শুধু কৃত্রিম ভালোবাসা;
রাতের জোনাকিরাও খুঁজে যায়,
পায় না কোনো আশ্রয়।
সন্ধ্যা ঘনিয়ে এলো,
জীবন নামে যে নৌকাটা এখনো চলছে;
তাও বোধহয় থেমে যাবে।
রাতের পরীরা
এখন দিবসেও উঁকি দিচ্ছে,
এদিক-ওদিক।
অপরাজিতার বেশে ডাক দিচ্ছে;
এই যে বাবুমশাই,
আমাদের তো চাই,
দুমুটো অন্নের জন্য
একটু সহযোগিতা চাই।
এই ভিড়ের মাঝে
আমাদের ঠেলে দিও না,
ক্ষুদার রাজ্যে;
আমাদের নাও,
ভাসিয়ে দিও
স্রোতের মাঝে, প্রেমের সাগরে।
0 মন্তব্যসমূহ