✒️মৌসমী শীল
অনেক বছর আগের কথা পাশের গ্রামে সজল ও তার স্ত্রী স্বপ্না বসবাস করত। তারা খুব সুখে ও শান্তিতে থাকত। কয়েক বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয় যার নাম রীতা । রীতা র জন্মের দুই বছর পর ছোট মেয়ে রীতা কে তার বাবা কাছে রেখে স্বপ্না মারা যায়। তখন রীতা র কথা চিন্তা করে সজল আরেকটি বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং আরেকটি বিয়ে করে। রীতা র সত মার নাম ছিল রমা। বিয়ের পর রমা তার সত মেয়ে কে লালন পালন করে বড়ো করে তুলে। রীতা একটু বড় হবার পর রমার ও সজলের আরেকটি কন্যা সন্তান জন্ম নেয় যার নাম ছিল রত্না। রীতা বাড়ির সব কাজ একা একা করত রমা একটুও সাহায্য করত না সজল তা দেখে সহ্য করতে পারত না। রত্না ও তার সত বোনকে একটুও সহ্য করতে পারত না।এ ভাবে চলতে চলতে কয়েক বছর কেটে গেল এবং সত মেয়ে র উপর অত্যাচার আরো বেরে যায় রমার।এরপর হঠাৎ একদিন সজলের খুব অসুস্থ হয় তখন মেয়ে রীতা র কাজ আরো বেরে যায় বাড়ি র সব কাজ শেষ করে বাবা র সেবা ও সে নিজের হাতে হাঁসি মুখে করত । তার কিছু দিন পর সজল হঠাৎ মেয়ে রীতা কে ঢেকে বলে আমি বোধহয় আর বাঁচব না আমি মরে গেলে তোর খুব কষ্ট হবে রে মা কিন্তুু তুই সব সময় সৎ পথে চলিল এখন কষ্ট হলেও পরে তুর ভালো হবে রে মা এই কথা বলেই সজল মারা যায়। তার কিছু দিন পর রীতা র সত মা তার উপর অত্যচার আরো বাড়িয়ে দিয়েছে।বাড়ির সব কাজ একা হাতে করত কিন্তুু রীতা কে খাবার দিত পচা ভাত ও লবণ রীতা হাঁসি মুখে তা খেয়ে নিত। রীতা ছিল খুব সুন্দর তার মাথায় ছিল ঘন কালো চুল আর অন্য দিকে রত্না এতটাও সুন্দর ছিল না। একদিন রমা ও রত্না এসে রীতা কে বলল রত্না কে দেখতে আসবে খুব বড় বাড়ির ছেলে যর বাড়ি খুব সুন্দর ভাবে চকচক করে রাখতে রীতা ঠিক আছে বলে কাজে চলে গেল। রাতে রত্না কে দেখতে আসে তার একটু পর রীতা খাবার নিয়ে গেলে ওরা জানতে চায় কে এই মেয়ে তখন মা রমা বলে কাজের মেয়ে ও বলে রীতা কে চলে যেতে বলে । একটু পর ওরা চলে যায় এবং পরের দিন সকালে তার বলে রত্নাকে তাদের পছন্দ হয় নি । তার পর রমা ও রত্না মিলে রীতা উপর সব দায় চাপিয়ে দেয় এবং বলে রীতা হিংসা করে এমন করেছে।পরের দিন রীতা কে পুকুর পাড়ে বাসন ধুতে দেখে ওই ছেলেটা তার কাছে আসে এবং রীতা কে বলে তার রত্না কে নয় তার রীতা কে পছন্দ হয়েছে।এর পর রীতা র বিয়ে হয় সেই বড় বাড়ির তে এবং তখন রীতা র কোনো কষ্ট হতনা। রীতা সব সময় সৎ পথে চলত সবার কথা শুনত তাই হয়ত এখন সে অনেক সুখী ।সৎ পথের রাস্তা টা কঠিন হতে পারে কিন্তুু পরে ঠিক ভালো সময় আসবে।
0 মন্তব্যসমূহ