✒️ফরিদ ভূঁইয়া
ঘরকুনো অন্ধকারে আলো চোখে ছানি
হাঁস-মুরগের ডাকে ভোরের কুশল
মাঠেঘাটে মাতামাতি বাতাস উছল
প্রতারিত সময়ের ক্ষোভে কানাকানি...
মাঠের সবুজ ছুঁয়ে আ'লে আ'লে হেঁটে
শিশিরের কুঁচি শুষে দিন যে দুপুর
গৃহস্থালি অঙ্কগুলো মিলে না দুখুর
শ্রমের ঘামের প্রাপ্য কিছুতে না মেটে
পক্ষপাত ভালোবাসা—বিবেকে বিরোধ
ক্ষতিগ্রস্ত চোখে দেখে—লোভের বিজয়
প্রশ্ন সত্য গুম করে কীভাবে কী হয়
বিদগ্ধ জনতা গড়ে কাম্য প্রতিরোধ...
নির্মোহ ঐক্যেই আসে ন্যায় ও সম্প্রীতি
আলোর আলোরা গায় সাহসের গীতি।
0 মন্তব্যসমূহ