কলম


                 ✍️দীনদয়াল রবিদাস 

আমি  যে কলম দিয়ে কবিতা লিখি 
সেটা বট গাছের শিকড়,
কিছু কিছু  লেখা অস্পষ্ট, সাধারণত চোখে ধরা পরে না।

তার জন্য কয়েকজন কবিকে  শিকল বেঁধে রাখা হয়েছে 
পাতাল দেশে ।

আমি হামাগুড়ি দিয়ে বেড়িয়ে এলাম  কোনমতে ,
কুয়াশা থেকে আলো বেরিয়ে এলো-
তখনি ,বুঝতে পারলাম কবিতার  হাট বসবে ।

কবিরা লিখতে বসলে কী ভাবে  নিজেকেই ?
আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 
একটু মৃদু হাসে, একমুঠো  যন্ত্রণা নিয়ে ।

বোধিবৃক্ষ  ছায়ায়  হঠাৎ চাঁদ ডুবে গেল,
ভাবনার ঘষা খেয়ে  কালির আবরণ ধুঁয়ে যায়
না বলা কথা।

শব্দের বর্ষনে কবির  মন ভেঙে যায় ,তেমনি 
আমার গ্রামের মৃৎ শিল্পীর ।

আজ বুঝতে পারি 
কবিতা পূর্ণতা পাবার আগে,
শিকল ছিঁড়ে অন্ধকার নেমে আসে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ