✒️কনককান্তি মজুমদার
স্বপ্নটা দেখিয়েছিল আচমকাই। ঠিক যেমন আচমকা এক বৃষ্টির রাত ভেজে ঝমঝমিয়ে। ভিজিয়ে দেয় মন প্রাণ, খোলা জানালার ছাঁট এসে ভিজিয়ে দেয় চোখ মুখ। প্রেমের নাচন তেমনই অনিশ্চিত ভবিতব্যে ঝড়ের ঝঙ্কৃত সেতারের মুর্ছন হয় প্রস্তুতির ব্যতিরেখে। হৃদয় তন্ত্রিতে গুনগুন গুঞ্জন তার বাড়ানো হাতে সমর্পণ। রূপনারায়নের মাঝ দরিয়ায় বৈঠা হাতে এক অনন্য দ্বিত্ত্ব সত্ত্বার মিলন কামনার দুরন্ত আবেগ প্রসূত অদমিত গতিযান।
আমার বক্ষ জুড়ে তানিয়ার লালিত স্মৃতির তাড়নায় পায়ে পায়ে সাঁঝের প্রদীপ উতল হলো। নিবুনিবু শিখায় নিভেও নেভে না। সে থেকেও নেই। আমার অস্তিত্ব ঘিরে তারই আনাগোনা। যন্ত্রণার দিন যায় আশার ভাবনায়।
কথা হয়নি। দেখা দেয়নি। তবুও মনের মনিকোঠায় তানিয়ার কাল্পনিক উপস্থাপনা নিত্য নৈমিত্যিক। বছর ঘুরে গেলো। ঘুর্ণায়মান পৃথিবীর ঋতুচক্রে বসন্ত ধাক্কা দিলো ফুলবাহারে, দক্ষিণা সমীরণে পলাশে শিমুলে ! সে এসেও এলো না।
ধীর মন্থরতায় রাত নামে নিশুতির নিস্তব্ধতা নিয়ে মনের গোপন গভীরে। রোজকার ভাবনায় রাতের শয়নে স্বপ্ন হয়ে আসে। নামের আদলে নাম নিয়েই হয় এক তরফা প্রেম বন্দনা। সেতো মন খোলেনি। সে যে মুখ দেখায়নি তবুও তাকে
ভুলিনি ! অন্ধ আকর্ষিত ভালবাসা ভুলতে দেয়নি।
চেনা হলো না আকার আকৃতিতে,জানা হলো না স্বরে ; শুধুই নামের বাঁধনে নব প্রযুক্তিগত লিখিত বন্ধন বেঁধে দিলো দু'টি মনে। ভুল হলো, দু'টি বুঝি নয় একমাত্র মনে একতরফা। সেতো আলেয়ার মত কেবলই মানসিক উদ্ভুটো উদ্ভাবনে। এই লেখালেখির পাশাপাশি অগ্রগমনে কখনো উত্তর আসে কখনও নয়। তবুও এই এক হতাশ তিয়াষায় তৃষ্ণার্ত ছুটে যায়।
মনের ভ্রমে একটি স্বর ভেসে এল অস্ফুট অস্পষ্টতায় আজ আচমকাই।
আমায় কোথায় নেও?
উত্তর তেমনই ফিসফিসানির প্রেমের অমৃত ধামে দুজনের মিলনের অমরালোকে।
প্রহসন মনে হলেও নারীর মন বলে এ এক নিশ্চিন্ত জীবনের আশ্বাস। যৌবনের আকর্ষিত উষ্মায় আলিঙ্গনাবদ্ধ উদ্দীপনার উচ্ছল উচ্ছাস। তীব্রতার অন্ধ অনুসরণ। হয়ত কুল ছাপিয়ে অকুলের নিশ্চিন্ত বিশ্বাস...!
তাই বিশ্বস্ত প্রতিটি সকাল আমার তাকেই খোঁজে। প্রতিটি রাত তার অপেক্ষায়। সে থেকেও নেই। হৃদয়ের যেখানটার হদিশ শুধুই বেদনার তার উপস্থিতির সেই ঠিকানা !
উপসংহারে কলমশ্রমিকের উবাচঃ
ভেঙে পড়া মনটার কেউ খোঁজ রাখেনা। এমন কি যে চলে গেলো সেও নয়। কেন এলো আর এভাবে কেনইবা চলে গেলো হিসাব মেলে না।
বর্তমান সময়ের... মানে দু'বছরের অর্ধেক টা কাটলো তোমাকে চেয়ে, এখন বুঝি বাকিটা তোমাকে ভুলতে লাগবে - এটাই প্রেম...!
0 মন্তব্যসমূহ