✒️অঞ্জলি দেনন্দী
শীত কালে জন্মদিন পালন করি।
পয়লা পৌষ, প্রথম কেঁদেছিলাম, ভূমিষ্ঠ হয়ে।
কোলে নিয়ে মা বলল, খুব সুখী তোরে পেয়ে!
ওরে ও আমার মেয়ে!
আয় রে, আদরে তোকে লালন পালন করি!
কত বছর গেল বয়ে।
মা পৃথিবী ছেড়ে গেল চলে।
শেষ কথাটা গেল বলে,
নিজের জন্মদিন পালিস, ধুমধাম করে!
এরপর মা গেল মরে।
আজ আমার বয়স আশি।
নিউ ইয়র্কে থাকি, বিদেশবাসী।
ভারত ছেড়েছি বহু বছর আগে।
তবুও আজও বালিকা বেলার জন্মদিনের স্মৃতি
মনে জাগে।
আজও পালি সেই সে পায়েস খাওয়ায় রীতি।
আমার নাতি কেকও আনে।
আর আমাকে দিয়ে কাটায়।
সে তখন আমায় খুশি করে
তার ইংরেজী নাচ আর গানে।
পটাকাও ফাটায়।
অনেক ছবি তোলে, ভিডিও ও করে।
অনেক নিমন্ত্রিত অতিথিতে বাংলো আমাদের ভরে।
কেউ বা ভারতীয় - কেউ বা বিদেশী আবার।
সকলেই খায় দেশী ও বিদেশী খাবার।
বৃদ্ধা আমাকে উপহার দেয় সকলেই ভালবেসে।
উপহার নিই আমি হেসে হেসে হেসে।
অঞ্জলি নাম আমার।
আমার জন্মদিন পালন করা - সে অনুষ্ঠান,
নয় তো কখনই থামার।
আমার মৃত্যুর পরও পালিত হবে সে অনুষ্ঠান।
আমি জানি তা।
মানুষ আমায় ভালবাসে, আমি মানি তা।
0 মন্তব্যসমূহ