✍️ -চিরঞ্জীব দেবনাথ |
জীবনকে যত সরল পথে রাখতে চাই জীবন ততই এইদিক-ঐদিক ছুটে বেড়ায়। হয়তো নিজে নিজেকে, না হয় অন্যকেউ- তবুও জীবন বয়ে চলে নিজের গন্তব্য স্থলে। কত ক্ষত-বিক্ষত ব্যাথা বয়েই-না চলছে এই জীবন, কত ক্ষত-বিক্ষত হৃদয়ই-না ঘুরে বেড়ায় এই শহরে- কে দেখে কার হৃদয়। কে দেখে কার যন্রনা, কে বা এই ক্ষতবিক্ষত গুলো। কি-বা করা একাকার হয়না যে কারো মন্ত্রণা,, আমারা জন্মেছি যে সুখ দুঃখের মাঝে,, তাই আমাদের এইসব নিয়ে চলা।। আমারা ভুলে যায় আমাদের গন্তব্য স্থল,, কিন্তু প্রকৃতি বারংবার আমাদের স্মরণ দিয়ে যায়। হয়তো অজান্তেই আমারা উপেক্ষা করে ঘুরে বেড়ায়। আমারা নিজের হৃদয়ে পাহাড় তুল্য কষ্ট ধরে, অন্যকে দিতে যায় শান্তনা। তাইতো সকল ব্যাথার মাঝে,ভাই ভাই - বন্ধু-বন্ধু,, আমারা আমাদের আপনজন। তবুও ব্যাথা চিরতরে হয়না কারো এক! |
0 মন্তব্যসমূহ