কখনও...

✒️সুবর্ণা চক্রবর্তী

কখনও এমনি ভাবে 
       মেঠো পথে হাঁটবো দু'জনা
 বৃষ্টি কে সাথে করে।
      মেঘলা আকাশে চেয়ে রব
      রামধনু কে ছুঁয়ে ।
দিগ দিগন্তে ছুটে ছুটে বেড়াবো 
হারাবো দু'জন দু'জনাতে।
ফেনীল সমুদ্রের হাতছানিতে
         হারিয়ে যাবো স্বপ্নের অতলে।
কখনও বা হিমেল পরশ গায়ে মেখে
    উষ্ণ প্রেমে রোদ পোহাবো, 
কখনও বা শিশিরের ভেজা ঘাসে 
   কিংবা মাটির সোঁদা গন্ধ মেখে 
    আদুরে আব্দার রাখবো।
 কখনও বা বিহানবেলায় খুলে বসবো  
  এক নাম না জানা গল্পের ঝুলি।
কখনও বা তুমি আর আমি রয়ে যাবো শুধু
অখ্যাত কোনো উপন্যাসের শেষের পাতা অবধি ॥
কখনও .....!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ