✒️হিরণ সেন
পথের ধারে যখন দেখি
আদর মাখা মুখ,
মলিন বস্ত্র পরিধানে ওরা
সর্বদা তাদের দুখ।
অযত্নে অবহেলায় যে শিশুর
পথেই জীবন চলে,
বর্তমান সমাজ ব্যবস্থা তাদের
পথশিশু বলে।
কেন তাদের এরুপ জীবন যাপন
সেটা চিন্তা করার মানুষ ক ই?
অত্যাধুনিক সমাজে আমরা
ভদ্র বলে পরিচিত হ ই।
যাদের কর্মকাণ্ডে পথশিশু র জন্ম
তারাই সমাজের ভদ্রলোক,
জীবনে আরাম আয়াশ করে
এখনও চায় নূতন ভোগ।
শিশুদের তো কোন দোষ নেই
কেন পারি না মেনে নিতে,
আমরা কখনো আপন করে
তাদেরকে কিছু চাই দিতে ?
অন্যের কারণে পৃথিবীতে আসা
সমাজ কথিত পথশিশুগণ,
সমাজ যদি তাদের মর্যাদা দেয়
তবেই শান্তি পাবে তাদের মন।
0 মন্তব্যসমূহ