✒️অপর্ণা সিনহা
এক যে ছিল নারী,থাকে গ্রামের বাড়ি
জীবন যেন করেছে,তার সাথে আড়ি।
ধন্য সে এক জনমে,নারী জন্ম পেয়ে
ক্ষুধা দূর করত সে নিজে আধা খেয়ে।
যে ঘরে জন্মছিল,সে নয় তার নিজ,
পরের ঘরে থাকে,পুঁতে জীবন বীজ।
এক যে ছিল নারী,রঙটা ছিল কালো
আঁধার বুকের মাঝে,মনে ছিল আলো।
হঠাৎ রাজা ডাকে ঢোল পিটিয়ে সভা
মাথা নিচু করে দাঁড়ায় অমিয়প্রভা!
নারীর বিচার করে,বসে জ্ঞানীগুণি
বিচারক আসনে,ধর্ষক ঋষি মুণি!
এক যে ছিল নারী মরল শাস্তি পেয়ে
শেষে নারী জন্ম দিল মৃত এক মেয়ে!
0 মন্তব্যসমূহ