ইচ্ছা

✍️ মৌসমী শীল

কিরে কোথায় যাস।
পুকুর পাড়ে কাটতে বাঁশ।।
বাঁশ দিয়ে কী করবি ?
বেচব হাটে কাল।
কিনব ভাল জাল।। 
জাল দিয়ে কী করবি।
ধরব মাছ ঝাঁকি ঝাঁকি।।
মাছ দিয়ে কী করবি?
বেচব হাটে কিনব শাড়ি।
দিদি কে দিব পাটের শাড়ি।
মাকে দিব রঙ্গিন হাড়ি।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ