প্রতিদিন প্রহরের ভাঁজ খুলে জেগে
থাকে সন্ন্যাসী টিলা,
জেগে থাকে এক বুক শূন্যতা বুকে ধরে।
একদিন সন্ন্যাসী রোদ মাখতে
গৃহস্থ হৃদয় নিয়ে এসেছিল কবি।
বেল বৃক্ষের শরীর ছুঁয়ে নতজানু
হয়েছিল
জটাধারী বিগ্রহের কাছে।
মাঝে মাঝে কৌপিনধারী খন্ড মেঘ
লাল শালু পথে নেমে আসে
মহাশূন্য থেকে,
এ পথে বসন্ত বিছায়-- জীবনের সংলাপ রাখে।
রঘুনন্দন জানে সে ইতিহাস,শামসের স্মৃতিকথা।
ফেনীকে দিন শেষের পঙক্তি সাজাতে
দেখেছিলাম পশ্চিমের ঘাটে,
এমন মায়াবী রূপ দেখতে দেখতে
আমিও নদী হয়ে ছিলাম সেদিন।
------------
0 মন্তব্যসমূহ