পিতামহ তোমার প্রতি

✍️ জহর দেবনাথ

পিতামহ
তুমি তো ধর্মের পক্ষে সত্যের পথে
চলবে বলে প্রতিজ্ঞা বদ্ধ হয়েছিলে
তুমি শপথ করেছিলে
আর কোন পাঞ্চালি কে লাঞ্ছিত হতে হবে না
কোন অসহায় দুর্বল আর বঞ্চিত হবে না---

পিতামহ বুঝলাম
কলির মহাভারতে তোমার ব্যক্তিত্ব আজ
একদম তলানিতে
তোমার স্বপ্নের ধর্ম রাজ্যে আজ
অ-ধর্মের ছড়াছড়ি ধর্মের বেসাতি
আর
স্বৈরাচারী তা আজ পরাক্রমশালী

পিতামহ তোমার স্বপ্নের ধর্ম রাজ্য যে
অধর্মের
দাপাদাপি স্বৈরাচারীতার মাতা মাতি
তোমার প্রিয় প্বার্থ আজ গান্ডীব ছেড়ে
শিখণ্ডি হয়ে বসে আছে

তোমার প্রতিজ্ঞা যে আজ ভূলুণ্ঠিত
শ্বরশয্যা ছেড়ে তোমাকে আবারো উঠতে হবে
তোমার প্রিয় প্র-পুত্র পুত্রি দের হাতে
তুলে দিয়ে যাও তোমার লড়াই এর সেই
চূড়ান্ত বজ্র অস্রটা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ