অণু কবিতা

✍️ জয়িতা দে
১) প্রতিনিয়ত পেরেক গেঁথে চলেছি
রক্তাক্ত হৃদয়ে, রয়েছে সীমাহীন প্রেম,
যা তুমি দিয়েছিলে আমায় নিঃশেষে।
সেই প্রেমসুধারস বক্ষে ধরে
ভুলে যাবো সকল আঘাত।

২) তোমায় ঘিরে স্বপ্ন দেখি
এক ভালোবাসাময় নীড়ের।
তাই তো আমি হাঁটি শুধু
তোমায় নিয়ে কল্পনার পথে।।
হঠাৎ ঝোড়ো হাওয়ার দমকে
ভেঙে যায় সব স্বপ্ন।
চেয়ে দেখি তুমি নেই আর
আমাকে আগলে রাখার জন্য।।

৩) প্রিয়, কিভাবে ভুলি বলো তোমার
সেই স্নিগ্ধ ভালোবাসা আর যত্ন।
গভীর রাতে স্বপ্নেরা দেয় হানা
তোমায় নিয়ে ঘেরা মধুর স্মৃতি সৈকতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ